ক্ষুদ্র কল্পনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০৩-২০২৪ ইং


ক্ষুদ্র আমি শিষ্য সবার বিন্দুতে মোর ঠাঁই,
সিন্ধুতে না বিন্দু থেকেই তৃপ্তি সুধা পাই।
বিশ্বভুবন সৃষ্টিকারী সৃজন করেন রব,
তাঁর গুণগান গেয়েই মনে তৃপ্তি কলরব।


সুন্দরী রূপ সুশ্রী কালো বিশ্রী সবার মুখ,
চামড়াখানেই তফাৎ শুধু সবখানে রয় সুখ।
মহান প্রভু রূপ দিয়েছেন নাই তুলনা তার,
ভর্ৎসনা দেয় এই অধিকার কে দিলো বারবার?


আমরা মানুষ শ্রেষ্ঠ সবার অহং কীসের ভাই?
স্বপ্ন সাধন রঙিন ভুবন দম ফুরালেই নাই!
ধনী-গরিব, ফকির-মিসকিন, এক মানুষের জাত,
দিনের শেষে সূর্য ডুবে আঁধার নেমেই রাত।


অর্থ-কড়ি, দালান-বাড়ি, দেশ-বিদেশে ঘর,
প্রাণ-পাখিটা বের হলে হয় সব কিছু ভাই পর।
মনের সাথে মনেরই মিল সারাজীবন রয়,
ভালোবাসার মিলন মেলার নাই কভু তার ক্ষয়।


কেউ রবে না চিরদিনই রবে যে তার যশ,
দাম্ভিকতা দেয় এনে দেয় জীবন নদে ধস!
অহংকারী হয় যে সেজন অহং পতন মূল,
পায় জনতার ধিক্কার ও ছি হারায় দু'টি কূল।


এই সমাজের বিজ্ঞ গুণী এক কাতারেই সুর,
ধনী-গরিব এই ব্যবধান আয় করি সব দূর।
মানবজীবন কচুর পাতার পানিরই ন্যায় হয়,
এই আছে হায় এই তো সে নাই ভাবনা বিষাদময়!