খুকুমণি
মোঃ ইব্রাহিম হোসেন


আয় খুকি আয় ভাত খেয়ে নে
রাগ করিস না আর,
টিয়া পাখি গান শোনাবে
কণ্ঠে যাদু তার।


কুহুকুহু ডাকছে কোকিল
গাছের ডালের 'পর,
মিষ্টি মধুর সুরেলা সুর
শুধু যে তোর তর।


তোর বাবা ওই বাজার গেছে
আনবে গলার হার,
মিষ্টি ও দই দুধ কলা ডিম
পুষ্টিতে যা ভার।


আনবে কিনে পুতুল শাড়ি
দেবে যে তোর হাত,
সবই তো তোর জন্য খুকি
খেলবি সবার সাথ।


খুকুমণি আয় কাছে আায়
দেখা হাসি মুখ,
ভাত খেয়ে নে ভরবে যে পেট
লাগবে মনে সুখ।