খুকুমণির রাগ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৭-০৫-২০২৩ '


মায়ে ডাকে খুকুমণি  
সোনা পাখি টিয়া!
ভাত খাবে পেট ভরে
দুধ কলা দিয়া।
কেন রাগ করো বল?
আঁখিদুটি ছলছল।


ওই চাঁদ উঁকি মারে
টিপ দিতে চায়,
মেঘের আড়াল থেকে
ডাকে ইশারায়।
গানে গানে দেবো চুম
নিশি রাতে যাবে ঘুম।