কিছুই তোমার না
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০১-২০২৩ ইং


আজকে তোমার সবই আছে
কিছুই তোমার না,
স্বর্ণ-হীরা যতই করো
সিন্দুকে জমা।


সকাল বেলার বাদশা যিনি
বিকেলে মিসকিন,
এ সব খেলা শূন্যে খেলেন
রাব্বুল আলামিন।


তাঁর উপরে হাত কারো নাই
গর্ব কীসের ভাই?
তোমার আমার যা আছে তা
দিছেন মালিক সাঁই।


তোমার ধনে হক আছে যে
গরিব দুখী হীন,
তাদের পাওনা না শোধিলে
বাড়বে পাপের ঋণ।


রবেরই দান অন্নহীনে
দাও বিলিয়ে প্রাণ,
যদিও তোমার না হয় তবুও
পাবেই প্রতিদান।