কেমন উকিল মেম?
মোঃ ইব্রাহিম হোসেন


মুক্তার হাকিম জর্জ ব্যারিস্টার হয় যদি সৎ ঠিক,
অপকর্ম দুর্নীতি দূর দেশ খুঁজে পায় দিক।
ন্যায়-নীতিরই ভয়-ভীতিতে সন্ত্রাসী হয় দূর,
শৃঙ্খলা আর শান্তি বিরাজ এক একতার সুর।


কেমন ঘরে জন্ম তোমার কেমন উকিল মেম,
এই কি তোমার শিক্ষা নীতি একটুও নাই প্রেম?
পরের বিচার করো তুমি লক্ষ টাকা খাও,
সুদ ও ঘুষে গড়ছো দালান সব কিছু নাও ফাও।


রিকশাওয়ালা দুই পায়েতে প্যাডেল মেরে খায়,
বাদল জলে রৌদ্রে পুড়ে ঘাম ঝরে তার গায়।
কী অপরাধ ছিলো যে তার মারলে জুতার ঘাই!
তোমার কোমল হৃৃদ মাঝে কি নাই মানবিক ঠাঁই?


আল্লাহ মহান মাফ করে দেন কেউ যদি কয় ভুল,
তুমি তো তাঁর বান্দি সৃজন মোহ ক্রোধে দাও শূল।
দেশ বিদেশে শিক্ষা নিলে রইলো কোথায় হুঁশ ?
কী দিবে জব রবের কাছে রব না নিবেন ঘুষ।


কলঙ্কিত সমাজ ও দেশ তোমার কারণ আজ,
থু থু থু থু ধিক্কারে ছি চিত্তে কি নাই  লাজ?
মানব মনে হানলে আঘাত পায় বেদনার শাপ,
তওবা করো চাও ক্ষমা চাও করবে না আর পাপ।



ভিডিওটির লিংক।
👇👇👇👇👇
https://www.facebook.com/100070396212695/posts/282365654119973/?app=fbl