কবি আড্ডার অনুভূতি
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৯-১২-২০২২২, বৃহস্পতিবার।


কবিদের আড্ডায় যখন আমি যাই,
ভাবি নিজে শিষ্য গুরু যে তাঁরাই।
কী দারুণ অনুভূতি মনে সুখ পাই!
জীবনের চাওয়া পাওয়া বুঝি কিছু নাই।


কবি না হয়েও আজ কবিদের দলে,
ডায়রিতে কিছু লেখা আছিলো তা বলে।
এ যে আমার প্রভুর অনুগ্রহ দান,
তিনি তো রহিম আর তিনি রহমান।


যাকে তিনি মান দেন সেই মান পায়,
হিংসুটেরা চিরদিন করে হায় হায়!
মিনতিতে ডেকে যাই ওই বিধাতায়,
ওগো রব হয়ো তুমি আমারই সহায়।


ক্ষুদ্র আমি শিষ্য আমি জাররা বালুকণা,
শক্তিশালী অধিপতি তুলে বিষে ফণা।
মাওলা তোমার দয়া ছাড়া সম্ভব নয় কিছু,
সকল কিছুই পায়ে দলে ছুটি তোমার পিছু।


যে বা যারা যা-ই বলে বলে যাক তাই,
সবুরে হরণ করি যদিও তিতায়।
যদি করে, করে যাক কপটতা সব,
সহায়তা চাই তব হে মালিক রব!