কবিতা চোর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫ - ০৪-২০১৯ ইং


ও কবিতা চোর !
ও কবিতা চোর !
পরের লেখা কপি করে
নামটি দিলি তোর ।


ও কবিতা চোর !
ও কবিতা চোর !


"ফেসবুক ডায়রিটা "
তোর লিখা কি সুধা ?
কোন সাহসে দিলি তুই
লেখক শাহীন মৃধা ?


তোর উপাধি দিলাম আমি
চীটার ভন্ড খাচ্ছড় ।


ও কবিতা চোর ! 
ও কবিতা চোর !
পরের লেখা কপি করে
নামটি দিলি তোর ।


অনেক চেয়ারম্যান করল চুরি
গরীব দুঃখীর ত্রাণ,
উপাধি যে পেল তারা
মুখোশধারী শয়তান ।


তোর উপাধি কি যে দিব?
বল কবিতা চোর। 


ও কবিতা চোর !
ও কবিতা চোর,!
পরের লেখা কপি করে
নামটি দিলি তোর ।


থাকে যদি বিবেক বুদ্ধি
তোর কপালে জ্ঞ্যান,
লিখ্ না নিজের বুদ্ধি দিয়ে
কর্ না কিছু ধ্যান।


সম্মান পাবি তুই সমাজে
বলবে না কেউ চোর ।


ও কবিতা চোর!
ও কবিতা চোর!
পরের লেখা কপি করে
নামটি দিলি তোর ।


নামটি তোর কত সুন্দর !
মন ভুলানো ভাই,
প্রতিবাদ করলাম আমি
ব্লকে নিলি তাই ?


ভালো ছেলে ভেবে আমি
বন্ধু হলাম তোর ।


তুই কবিতা চোর
তুই কবিতা চোর,
পরের লেখা কপি করে
নামটি দিলি তোর ।


মনে রাখিস তোর কোলের ঐ
সন্তানেরই মত ,
একটা লেখকের লেখা
গান কবিতা যত ।


শক্তি আছে ক্ষমতা আছে
দেখাস তাই জোর ?


ও কবিতা চোর !
তুই কবিতা চোর ,
পরের লেখা কপি করে
নামটি দিলি তোর ।


( বি: দ্র: আমার লিখা কবিতা
" পেসবুক ডায়রি " ও" স্মৃতির পাতা" রচিত ১৫ই এপ্রিল ২০১৯ ইং সন। কবিতাটি কপি করে তার নাম লিখে পোস্ট করায় আমি লেখকের নাম পরিবর্তন করতে বলায় আমাকে সে ব্লক করে দেয় এবং তার বিরুদ্ধে
" কবিতা চোর " কবিতাটি রচনা করি ।
বেয়াদবি হলে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।)