কবিতার আসরে স্বাগতম
ইব্রাহিম হোসেন

কবিতার আসরে
লিখেছি যে নাম,
যেখানে আছে কত
জ্ঞানী-গুণীজন !

রাগ নাই, ঝাল নাই  
ক্রোধ নাই আচরণে,
মন ভরে যায় শুনে
কবিদের বচনে ।

ভালোলাগা, ভালোবাসা
আছে অনুপ্রেরণা ,
সুখে-দুখে গীতি গাঁথা
কত কাব্য রচনা !

ভাঙ্গা মন জানি কভু
জোড়া দেওয়া যাবে না,
তবু কবিদের বচনে
পাবে কিছু শান্ত্বনা ।

প্রেম প্রীতি ভালোবাসা
সতত শুভেচ্ছা,
উৎসাহিত হবে
পাবে নানা কেচ্ছা ।

কবিদের কথা মালা
হয়ে থাকে কবিতা,
পাপীদের ঠাঁই নাই
আছে শুধু সততা ।

ছন্দে ছন্দে গাঁথা
কবিতার আসর ,
দূর হয়ে যাবে সব
আঁধারের ঘোর ।

কবিতার আসরে
করি স্বাগতম,
প্রিয়তমা, প্রিয়জন
এসো প্রিয়তম ।