কবিতার সেঞ্চুরি
ইব্রাহিম হোসেন

কবিতার আসরে কবিতার বাড়ি,
শত কবিতায় আজ হল সারি সারি ।
কেউ শুনে খুশি হয়, কেউ দেয় ঝাড়ি,
তাই শুনে লেখকের হয় মন ভারী ।

সততার সাথে যদি সত্যটা বলি,
অসতের শুনে তা মুখ হয় কালি ।
সইতে পারে না তারা, দেয় মুখে গালি,
প্রতিবাদে কেউ ফির দেয় হাত তালি ।

যে যাই বলুক না চলবেই লেখা,
ক্ষমতা ও গালিতে রবে না তা ঢাকা ।
সততার সাথে যদি থাকিও বা একা,
ভয় নাই সাথে মোর ওই বিধাতা ।

শাণিত করে মোর কলমের পিন,
বাজিয়েই যাব ওই মরণের বীণ ।
ধ্বংস করে দেব অসৎ বেদ্বীন
বাঁচবো বাঁচার মতো রব চিরদিন ।

এ আশায় লিখাতে সেঞ্চুরি আজ ,
আসরের সব কবি মোর শীরে তাজ।
আনন্দে উল্লাসিত এ মন  আজ ,
নাই কোন অনুতাপ, নাই কোন লাজ ।

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
====================