কবর তোকে বিনয় করি  (মমতাময়ী মা জননী)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ৩১-০১-২০২৪ ইং


ওরে কবর তোর ঘরে হয়
ভীষণ আজাব জানি!
মা বিয়োগের আহাজারি
ঝরছে চোখের পানি।


অন্ধকারে অন্ধ সেজে
জোরসে চেপে ধরিস,
দুই পাশের দুই হাড্ডিগুলো
উলোটপালোট করিস।


কবর তোকে বিনয় করি
দিস না আজাব মাকে,
মা যে গেছেন দুনিয়া ছেড়ে
মহান প্রভুর ডাকে।


মা জননী কোরআন খানি
পড়তেন দিবা-রাতি,
নেক আমলের নামাজ কালাম
তিরিশ রোজা সাথী।


অন্তরে তাঁর মায়াভরা
খুব দরদি ছিলেন,
আজরাইলে রব ইশারায়
প্রাণটা কেড়ে নিলেন।


আমজনতা সবাই বলে
মা ছিলো খুব ভালো,
করছি বিনয় আঁধার ঘরে
দিস জ্বেলে তুই আলো।


প্রার্থনাতে রবের কাছে
দিয়েছি সব বলে,
তোর পাশে গোর দাঁড়িয়ে কাঁদি
দ্যাখ না চোখের জলে।