কলঙ্কিত শিক্ষক
মোঃ ইব্রাহিম হোসেন


শিক্ষক নাকি মানুষ গড়ার
শ্রেষ্ঠ কারিগর?
সেই শিক্ষকই ভাঙছে যে আজ
স্বপ্নের বাঁধা ঘর!


দীন দুখী এক এতিম ছাত্র
নাই টাকা তাই তার ,
এস এস সি এই পরীক্ষার্থীর
ভাঙলো শিক্ষক ঘাড় ।


ফর্ম ফিলাপে তিন হাজারে
হাজার দুয়েক দেয়,
পরে দিবে হাজার খানেক
প্রতিজ্ঞা তার নেয়।


প্রবেশপত্র দিলো না তাই
এমন নিঠুর মন!
আহাজারি ছাত্র দীনের
ক্রন্দন সারা'ক্ষণ।


দশ বছরের স্বপ্ন সাধন
করলো বিনাশ হায়,
এক সহস্র টাকার কারণ
জীবন বৃথা যায়!


শিক্ষক নামের কসাই অন্তর
বিষ্ঠাতে ভরপুর,
চাই না এমন শিক্ষাগুরু
কর তারে দূর দূর।


যার ভেতর নাই মানবতা
নাই দয়া এক তিল,
সমাজ বলে কলঙ্কিত
মার ছুঁড়ে মার ঢিল।


লোক দেখানো মানব সেবা
ডিগ্রিতে লাভ কী?
লোলুপ সেজন ঠক প্রতারক
ধিক্কারে দেই ছি!


চাই না এমন শিক্ষাদাতা
শিক্ষাতে যার বিষ,
নয় তো মানব দানব সেজন
অন্তরে তার রিষ।