কর্মই দলিল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৩-০৬-২০২৩, মঙ্গলবার।


ফুরিয়ে যাবে যৌবন তোমার
পাপ চিরদিন রবে,
কোনখানে কোন্ কর্ম ছিলো
কোন্ অপকাম কবে? 


করছো কবে চোর-ডাকাতি
করছো নারী হরণ!
গায়ের জোর বা কৌশল এঁকে
অত্যাচারের ধরণ।


গোপনে বা লোক-সমাজে
খুন-খারাবি করে,
অন্ন জোটাও অর্থ লুটে
দালানবাড়ি গড়ে।


রইবে সবই দলিল হয়ে
শেষ হবে হায়  জীবন,
রোজ-হাশরে আমলনামার
এইতো প্রথম সীবন!


আমলনামা হস্তে নিয়েই
দেখতে পাবে তাহা,
বিচার হবে অণূ অণূ
অনুতপ্তে আহা!


সেদিন তোমার থাকবে না আর
বল-ক্ষমতা গায়ের,
থাকবে নাকো হারাম অর্জন
থকবো না জোর আয়ের।


বন্ধ হবে মুখের জবান
সাক্ষ্য দেবে অঙ্গ,
কেউ রবে না আপন সেদিন
দেবে না কেউ সঙ্গ।


যেমন তোমার কর্ম হবে
ফলবে সে ফল বাগে,
কষ্ট সুখের স্বর্গ নরক
কর্ম গুণেই ভাগে।