কর্তাবাবুর দুঃখ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৪-২০২৩, রবিবার।


টাকাতে জীবন বাঁচে টাকাতেই মরে,
অভাবেরা বাসা বাঁধে টাকা বিনা ঘরে।
ভুরি ভুরি অর্থ যার ঈদ প্রতিদিন,
নিঃস্ব যারা থাকে সদা মুখটা মলিন।


রোজা শেষে উঠিলো যে শাওয়ালের চাঁদ,
কিবা কিনে টাকা বিনে নিরাশার বাধ!
দিন আনে দিনে খায় নাই কিছু জমা,
সমাজেতে কর্তাবাবু সব থেকে কমা।


গিন্নি বলে খোকাবাবু জামা জোড়া চায়,
আদরের মেয়েটাও কান্না করে হায়!
নতুন পোশাক নেবে দুই কানে দুল,
কর্তাবাবু দেখে চোখে সরিষার ফুল।


বধূ-পানে চেয়ে দেখে গায় ছেঁড়া ছাল,
শুকনো ঠোঁটের হাসি বসা দু'টি গাল।
নীরবে কান্নায় ভাসে হয়ে নিরুপায়,
অভাবের তাড়না যে এ সবের দায়।


কপালে দু'হাত রেখে ভাবে সদা ক্ষণ,
কী করি হে রব বলো করি কী এখন!
মা ও বাবা, বিবি, বাচ্চা সবাকার মনে,
ফোটাতে মুখের হাসি যাই কোন বনে?


রোজা গেলো কোনো হালে আসিলো এ ঈদ,
কী করে মেটাবো আশ ধরেছে যে জিদ?
অবলা এ ছেলেমেয়ে নাই কোনো বোধ,
অভাবী মানুষ ঋণ হয় নাকো শোধ।