কোত্থেকে মা পেলি ?
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-০৬-২০২৫ ইং
আজকে যারা বলিস ওরে
বৌ গেলে বৌ পাবি,
বিবেক তোদের কোনখানে রয়
কোন্ বিবেকের দাবি?
যেজন ভবের যায় চলে হায়
চিরদিনের তরে,
মা বোন বাবা বৌ সহোদর
আসে না আর ঘরে।
তোদের জবাব দিতেই আমার
একটা কথা বলা,
ঊর্ধ্বগামী নিম্নতে কর
বজ্রধ্বনির গলা।
বল বাবু সাব বল না দেখি
কোত্থেকে মা পেলি?
তোর জননী পিতৃবধূ
যার উদরে এলি।
তোর জননী বাবারই বৌ
যাইতো যদি চলে,
পাইতি কি বল মা জননী
কেন্দে নয়ন জলে ?
আজকে যদি তোর ঘরণী
যায় ওরে ভাই মারা,
বৌ ছাড়া তুই সন্তানে তোর
এতিম মাতৃ'হারা।
বৌ গেলে তুই পাবি খুঁজে
নতুন বৌয়ের সাড়া,
তোর ছেলে কি মা পাবে বল ?
বইবে শ্রাবণ ধারা।
স্বার্থবাদী বৌ তো পাবি
সুখের আবাস নীড়ে,
যে যাবে হায় এ দুনিয়ায়
আসবে না আর ফিরে।
তোর কথাতে মা পাওয়া যায়
বাবার দ্বিতীয় বধূ,
যায় না পাওয়া আদর স্নেহ
মায়ের মতো মধু।
ঠিক তেমনই হয় না কেহ
প্রথম বৌয়ের মতন,
হয় না কভু মা জননী
দেয় না মায়ের যতন।