কৃষাণের স্বপ্ন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ২৭-০১-২০২৩, শুক্রবার


আমার দেশে স্বর্ণ ফলে
রোদ ও বৃষ্টি মেঘের জলে
তিন ফসলের জমি,
যায় কৃষাণে মাঠের পানে
ক্ষেতখামারে লাঙ্গল টানে
নাই শ্রমে তার কমি।


মনের ভেতর স্বপ্ন আশা
ক্লান্ত দেহেও মধুর ভাষা
উঠবে ফসল ঘরে,
ভরবে গোলা ধানে ধানে
ভাসবে তারা খুশির বানে
ধৈর্যটুকু ধরে।


এই আশাতে দিন কাটে তার
মাস ও বছর যায় হয়ে পার
সুখেরই দিন আসবে,
কষ্ট শেষে হাসির দেখা
ঘুরবে তাদের ভাগ্য রেখা
সুখের নায়ে ভাসবে।


ফুটবে হাসি সবার মুখে
থাকবে না আর কেউ তো দুখে
আসবে ফিরে শান্তি,
নতুন ধানের পিঠা পায়েস
মিটবে সকল মনের খায়েশ
দূর হবে সব ক্লান্তি।