কৃষ্ণচূড়ার শিক্ষা
ইব্রাহিম হসেন


কৃষ্ণচূড়া লাল হয়েছে
লাল হয়েছে ফুলে ফুলে,
মনটা আমার পাগল হলো
আল্লাহ তায়ালার প্রেমে গলে ।


কৃষ্ণচূড়া লাল হয়েছে
লাল হয়েছে নদীর তীরে,
নবীর প্রতি থাকলে প্রেম
খুঁজে নিবেন রোজ হাশরে ।


কৃষ্ণচূড়া লাল হয়েছে
লাল হয়েছে অন্তর মহল,
রমজানের ওই খুশির জুয়ার
মনের মাঝে মনটা বিভোল ।


কৃষ্ণচূড়া লাল হয়েছে
লাল হয়েছে রঙিন ভুবন,
রমজানের ওই দোলা লেগে
লাল হয়েছে হৃদয় ও মন ।


কৃষ্ণচূড়া লাল হয়েছে
লাল হয়েছে বিশ্ব ভুবন,
নামাজ পড়ো রোজা রাখো
আসবে তোমার আসবে মরণ ।


কৃষ্ণচূড়া লাল হয়েছে
দেখতে লাগে কত ভালো !
ঝরে যাবে পড়ে যাবে
হারিয়ে যাবে সকল আলো ।


কৃষ্ণচূড়া লাল হয়েছে
শিক্ষা মোদের এলো দিতে ,
আজকে আছে কালকে নাই
কেউ নেবে না তারে হাতে ।


কৃষ্ণচূড়ার মতোই একদিন
সবাই হবে লাল,
থাকবেনা যে কারো কভু
যৌবন চিরকাল ।


কৃষ্ণচূড়া শিক্ষা দিল
থাকতে সময় দু'হাত তোল ,
এমন সময় আসবে তোমার
বাসবে না যে কেউ তো ভালো ।