কুকুরের উপমা!
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৬-০২-২০২৩ ইং


যে অন্যকে ছোট করে ভাবে নিজে জ্ঞানী
মানব কি হয় কভু বৃথা তার ধ্যানী,
ছোট হোক বড় হোক দাও তারে মান
একদিনে হয় নাকো কেউ তো সমান।


তুমি কবি আঁকো ছবি মানবতা রূপ
যেন পায় জনতায় মৃগনাভি ধূপ,
হঠাৎ করেই কি গো হয়েছো বড়?
নরম কোমল দেহ ছিলো জড়োসড়ো।


জানতে না অ আ ক খ জানতে না লেখা
চক-পেনসিলে তব হয়েছিলো শেখা,
এক দুই তিন করে ধরেছো কলম
জ্ঞানীগুণী হয়ে আজ দিতেছো মলম!


ছোট থেকে বড় হয় ধীরে ধীরে তাই
নবীনেরে এতটুকু দিও বুকে ঠাঁই,
তারাও তো হতে পারে দেশের সেবক
শূন্য দিয়ে লক্ষ কোটি জানিও রেশক।


পথিক তো পথে চলে গায়ে দামি ছাল
সারমেয় ছোঁয়াতে কি হয় সে বেহাল ?
হঠাৎ করেই আসে নাহি জানে কেউ
যায় না'রে মান তাতে করে যদি ঘেউ।


কুকুরের ছবি তুলে দাও উপমায়!
মানবিক নয় এ তো বলি যে তোমায়,
কুকুরের'ই যে গুণ আছে মানুষের নাই
যদি থাকে সেই হয় মহাজ্ঞানী ভাই।