লিমেরিকঃ হতভম্ব
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৯-২০২, শুক্রবার


রাস্তা দিয়ে চলতি পথে চোখ মেরেছে মেয়ে
হোঁচট খেয়ে পড়লাম আমি তার দিকে হায় চেয়ে
অট্ট হাসি দেয় যে কন্যা
হায় কপালে কার এ মন্যা
লজ্জাতে এই মুখটা ঢেকে পথ চলে যাই বেয়ে।


যাইতে দেখি আরেক কন্যা সামনে আবার খাড়া
আমার দিকে দৌড় দিলো সে ভাবছি করলো তাড়া
ভাবি তখন সরবো বলে
কে জানে হায় পড়বো জলে
পাশেই ছিলো জলভরা খাল গতর ভিজে সারা।


খালের জলে সাঁতার কাটি কিনার যাবো বলে
গোসল ঘাটে এক রমনী ডাকে আবার ছলে
যাচ্ছি আমি তার কাছে তাই
কিন্তু ডাকে সে তার জামাই
জামাই ব্যাটা করলো তাড়া ক্রোধান্বিতে জ্বলে।


কপালে হাত কী হলো আজ এমন কেন হলো
বাম দিক ডাক কার যেন হাঁক আমার সাথে চলো
শঙ্কিত মন মোর প্রিয়জন
বলছি যে যাহ্ নাই প্রয়োজন
রোষ মনে তার মটকালো ঘাড় জীবন এলো-মেলো।
========================≠=



বাঁচার জন্য লড়াই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৯-২০২২, শুক্রবার।


জীবন নদীর জোয়ার ভাটা
চলতে থাকে অবিরাম,
কেউ সুখে আর কেউ দুখে হায়
এই নিয়তির ধরাধাম।


কান্না হাসি দুইয়ের মাঝে
সুখের খোঁজে ছুটতে হয়,
কান্না হলেই পরাজিত
হাসির ভবে হয় বিজয়।


সুখী জীবন নয় তো সহজ
ঝরে অনেক রক্ত ঘাম,
পরিশ্রমের ছোঁয়া পেয়েই
প্রসন্ন হয় ভাগ্য ধাম।


ভাগ্যবিধি যার যা লিখেন
কঠোর শ্রমে পায় সে তা,
তাঁর লিখনে নাই ভালে যার
জীবনটা তার হয় বৃথা।


বিষণ্ণতায় থাকলে বসে
চলবে নাকো এই ধরা,
বাঁচতে হলে লড়তে হবে
আসলে আসুক ঝড় খরা।