লোভী মানুষ
মোঃ ইব্রাহিম হোসেন


আছে যাদের ভূরি ভূরি
আরও বেশি চায়,
মানুষ যেনো অন্ধকারে
নিমজ্জিত হায়!


পথের ধারে অনাহারী
ক্ষুধায় কাতর হয়,
হাত'টা যদি পাতে'রে ভাই
চোখ গরমে রয়।


গঞ্জনাতে অবজ্ঞাতে
নানান কথা কয়,
অশ্রুসিক্ত ভোগপিপাসু
কষ্ট মনে সয়।


অর্থশালী, বিত্তশালী
একটু ভেবো ভাই,
দমের গাড়ি থমকে গেলে
কবরে যে ঠাঁই।


সম্পদ তোমার পড়ে রবে
সবাই হবে পর,
আলো,বাতি, সঙ্গিবিহীন
থাকবে মনে ডর।


যে বিধাতা দিলেন তোমায়
অর্থ কড়ি ধন,
করতে তাঁকে তুষ্ট ভবে
স্বচ্ছ রাখো  মন।


ইহকাল ও পরকালে
চিরকালীন সুখ,
শান্তি পাবে সুখ ঠিকানায়
থাকবে হাসি মুখ।