লোপাট
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-০৫-২০২৩ ইং


হায় কোন্ জামানা!
                 সুদ ঘুষ না মানা
অপকামে নিত্য
        লোলুপের চিত্ত।


সাধু বেশে দরবেশ
            মনে তার পোষা দ্বেষ
অভিনয়ে নীতি প্রীতি
            হয় নাকো কভু ইতি। 


চারিদিকে অন্যায়
            ন্যায় পথে লোক নাই
ক্ষমতার দাপটে
            লাথি মারে কপাটে।


রাহাজানি শুধু খুন
                জনতার মনে ঘুণ
ব্যবিচারে ভরপুর
               হরে নর নারী চুর!


ভর্ৎসনা বিদ্রুপ
             লজ্জাতে থাকি চুপ
প্রতিবাদে নেই কেউ
               ধ্বংসের নদে ঢেউ।


বিবেকের কাঠগড়া
                  নিশ্চুপ ঘুণে ধরা
নিশি চোর গুপ্ত
                   মানবতা লুপ্ত।


দেশ জাতি নিঃশেষ
             করুণে তা একশেষ
হায় হায় কী ললাট
          মা-মাটির এ লোপাট!