মা আমার স্বর্গ
ইব্রাহিম হোসেন

মা-পেটে জন্ম নিলাম
মা সোনার খনি,
মা আমার সকল আশা
মা-কারণ ধনী।

মা আছেন তাই জীবনে
নাই জ্বালা মনে,
কাটুক মোর সারাজীবন
মা-প্রেমের সনে।

মা-পায়ে স্বর্গ দিলেন
আমার রব লিখে,
সুখের বাস মায়ের পায়ে
পাই কোরআন শিখে।

মা আমার সর্ব সুখে
প্রাণ বাজি রাখে,
তাই মা'কে রাখি আমি
শির নামের শাখে।

স্বর্গ সুখ মা যে আমার
ত্রিভুবন মাঝে,
শিরে তাজ সর্ব ক্ষণে
দিন দুপুর সাঁঝে।