মা বিনে দুনিয়া আঁধার  
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০১-২০২৪ ইং


চোখের পানি বাধ মানে না আজ অবধি তবু,
ডাক দিয়ে কই মা জননী শোনো না ক্যান কভু?
নাই কি মায়া তোমার দিলে মাগো আমার তরে?
একলা ঘরে ভাবনা বিভোর ডর যে মনে ধরে।


তোমার ঘরে দৌড় দিয়ে যাই ঘরটা দেখি ফাঁকা,
যেদিকে চাই পাই না দেখা শুধুই স্মৃতি আঁকা।
উপাধানে মাথা রেখে চিৎকারে মা কাঁদি,
তুমি বিহীন কষ্টতে খুব বুকটা চেপে বাঁধি।


রাত কাটে মোর ঘুম আসে না একলা জেগে থাকি,
অক্ষির জলে বালিশ ভিজে মা মা বলে ডাকি।
নিঠুর হয়ে আর থেকো না দাও না আমায় দেখা,
চেয়ে দেখো তোমার খোকা অবনী 'পর একা।


ছোট্ট বেলায় হারিয়ে বাবা এতিম ছিলাম আমি,
বুঝিনি মা বাবা ছিলো কেমন ভবে দামি?
তোমার আদর মায়ার জালে ভুলে ছিলাম সবি,
তাই ঢাকেনি মেঘের ভেলায় মন আকাশের রবি।


আজকে এতিম মিসকিন আমি নাই যে আপন কেহ,
দুখ যাতনা কষ্টগুলো খায় কুরে মোর দেহ।
মা বিহনে দুনিয়া আঁধার সূর্য গেলো ঢেকে,
পাহাড় সমান মনের দালান মচকিলো হায় বেঁকে!