মা ছাড়া জীবন মিছা
মোঃ ইব্রাহিম হোসেন


মাগো তুমি আমার
দুটি চোখের নয়ন মণি,
তুমি ছাড়া আঁধার
এই কপালে নামে শনি।


কষ্টে লালন করে
মানুষ করলে আমায় তুমি
ভুবন মাঝে স্বর্গ
আমার প্রিয় জন্মভূমি।


তোমার আঁচল তলে
শান্তি সুখের মায়ার ছায়া,
প্রাণটা শীতল হয় যে
জুড়ায় আমার জীবন কায়া।


মাগো তোমার এই ঋণ
শোধ হবে না কোনোদিনে,
সুখের ধরা পাই না
মা-জননীর আশিস বিনে।


জান্নাত দিলেন প্রভু
মাগো তোমার পায়ের নিচে,
জীবন ষোলো-আনা
তুমি বিনা সবই মিছে।
===========


শিক্ষায় ধস
মোঃ ইব্রাহিম হোসেন


আজকে দেশের ভয়াবহ
করুণ সমা'চার,
ভার্সিটি ও কলেজ বন্ধ
বন্ধ পাঠা'গার।


ছাত্র ছাত্রী বন্দি ঘরে
লেখাপড়ায় ধস,
যাচ্ছে হারায় জীবন থেকে
বিদ্যা নামের যশ।


জাতির বিবেক মেরুদণ্ড
পাঠশালার ওই পাঠ,
গুরুজনের পুরান্ বাণী
বয়স যাদের ষাট।


শিক্ষাঙ্গনের বন্ধ তালা
খুলবে কবে ভাই?
গবেষণায় দেখো আজি
শিক্ষার আলো নাই।


এমনিভাবেই কাটে যদি
শিক্ষার্থীদের দিন,
ধ্বংস হবে দেশ ও জাতি
হবে বিবেক'হীন।
=========