মা জননী   (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০১-২০২৪ ইং


মা জননী সোনার খনি প্রাণের পরশমণি,
মা আছে যার অবনী'পর সবচেয়ে সে ধনী।।
মা'র মতো নাই কেউ ভুবনে
বিপদে মা থাকেন সনে,,
দুগ্ধ মায়ের হয় নাকো শোধ সন্তানে রয় ঋণী। ঐ


মা'র তুলনা মা-ই তো হয়,
হয় না কেহ কভু,
মায়ের পায়ের নিচে সুখের
স্বর্গ দিলেন প্রভু।।


মা যদি রয় তুষ্ট ভবে
সাধের জীবন ধন্য হবে,,
আর কোরআনের আল হাদিসের বর্ণনাতে শুনি। ঐ


বিশ্ব ভুবন তল্লাশিতেও
পাই নাকো হায় খুঁজে,
মায়ের মতন দরদি মা
কাঁদন দু'চোখ বুজে।।


সবার উপর মা জননী
প্রাণেরই প্রাণ প্রাণ ধমনী,,
মা বিনে বয় দুঃখেরই ঢেউ  কষ্টে প্রহর গুনি। ঐ