মা আমার জান্নাত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১১-০৮-২০২৩, শুক্রবার।


মাগো তোমার মত ভবে আর কেহ তো নাই,
এই অভাগায় চরণ তলায় দাওনা গো মা ঠাঁই।
তোমার হাতের কোমল ছোঁয়ায় শান্তি এনে দেয়,
তুমি বিনা সুখ-পাখিটা সুখটা কেড়ে নেয়।


মাগো তুমি হাসো যখন ওই আকাশের চাঁদ,
আঁধার রাতেও জ্যোৎস্না ছড়ায় ভাঙ্গে খুশির বাঁধ।
মাগো তোমার চোখে যদি একটু ঝরে নীর,
ভুবন ভাসে সাগর জলে ডুবে সুখের নীড়।


তুমি বিনে এতিম আমি সারা ভুবন পর,
ধেয়ে আসে এই জীবনে কালবৈশাখী ঝড়।
কেউ থাকে না আপন স্বজন স্নেহ মমের তর,
জিন্দাতে হই লাশের মত প্রাণ বিহীন এই ধড়।


আমায় ছেড়ে থেকো না মা কখনো দূর দূর,
তুমি আমার সুখের প্রদীপ আঁধার ঘরের নূর।
সারাজীবন পাশে থেকো রেখো আঁচল তল,
তুমি আমার শক্তি সাহস এই বুকেরই বল।


মাগো তুমি সুখ সাগরে সুখের নায়ের হাল,
তুমি বিনা যে ডাল ধরি ভাঙ্গে যে সেই ডাল।
মাগো তুমি পরপারে জান্নাতেরই সুখ,
কবুল হজ্জের সওয়াব মিলে দেখলে তোমার মুখ।