মা আমার জান্নাত
মোঃ ইব্রাহিম হোসেন


জগৎ ঘুরিয়া দু-চোখ মেলিয়া
দেখিলাম কেহ নাই,
মায়ের মতন আপন রতন
উদরে যাহার ঠাঁই।


না হয় কুপিত বিছানে লুলিত
শীতেও প্রস্রাব কালে,
পাল্টে চাদর তবুও আদর
চুমু দেন দুই গালে।


মাতা ছাড়া হায় ভবে বাঁচা দায়
অবুঝ শিশুর প্রাণ,
যেখানেই যায় অবহেলা পায়
মর্দনে টানে কান।


স্বার্থের টানে আপনার পানে
বন্ধু স্বজন আসে,
মমতায় জাগে স্বার্থের ত্যাগে
জননীই থাকে পাশে।


জননী ধর্ম জননী কর্ম
জননীর পদ-তলে,
জান্নাতে ঠাঁই পুস্তকে পাই
নবীজির বাণী বলে।