মা বাবাই স্বর্গ নরক
ইব্রাহিম হোসেন  


দেখিনি স্বর্গ,দেখিনি নরক  
মা বাবাই যেন সুখের পলক ,
মা ও বাবার একটু পেলে পরশ
আঁধার ঘরের সেতো জোছনার ঝলক ।।


মা-বাবা থাকেন যদি পাশে পাশে
দুঃখ যত সব দূরে দূরে থাকে ,
সুখ আর শান্তির পরম স্নিগ্ধতায়
মুগ্ধ করে তোলে মন ও প্রাণকে ।।


নরক অনলের জ্বালা জ্বলে ওঠে
এই বুকেরি মাঝে তখন ,
মা ও বাবা কভু  জীবন থেকে  
হারিয়ে দূরে চলে যায় যখন ।।


মা বাবার ভালোবাসা, স্নেহ, মমতা  
জীবনের  স্বর্গ সুখ সেটাই বুঝি ,
নরক জীবন দ্বারে এসে দাঁড়ায়
মা ও বাবা যখন চক্ষু বুজি ।।


মা ও বাবা জীবনের স্বর্গ-সুখ
ভুলে যায় দুঃখ দেখে ঐ মুখ ,
স্বর্গ-নরক যে তাঁরাই দুজন  
তাঁরাই জীবনের সুখ আর দুখ  ।।


❤❤❤❤❤❤❤❤❤❤
********সমাপ্ত*******
=================