মাফ করো হে রব!
মোঃ ইব্রাহিম হোসেন


দমের গাড়ি ছাড়বে বাড়ি
বাঁচার কোনো উপায় নাই,
থাকতে সময় পুণ্য কামাই
নেক আমলের হিসাব চাই।


করছি কী যে ভুলছি নিজে
আল্লাহ রাসূল দ্বীনের পথ,
পাবো কি হায় শেষের বেলায়
পারাপারের স্বর্গ রথ!


পথের কড়ি পকেট ভরি
সময় তো যায় বয়ে হায়,
কখন শেষে এক নিমিষে
মরণ কাছে এসে যায়!


সাঙ্গ হলে চোখের জলে
কাঁদবে স্বজন প্রিয়তম্,
প্রাণ নিবে যম শেষ হবে দম
ডাকবে কবর স্বাগতম।


চাই যে ক্ষমা পাপের জমা
মাফ করো হে মালিক রব!
দুহাত তুলি সকল ভুলি
তোমার পদে সঁপি সব।