মায়ের প্রতিচ্ছবি (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-০৩-২০২৪ ইং


আগের মতোই আজও আছে এ পৃথিবীর সবই,
উঠে না মা মনের নভে প্রভাত বেলার রবি।
দু'চোখের এ দুটি তারা
অপলকে দিশেহারা,
ভাসে শুধু মা জননী তোমার মুখের ছবি।


একা ফেলে চলে গেলে সর্বক্ষণই কাঁদি,
দুঃখ বুকে ঢেলে দিলে কেমনে মন বাঁধি?
কতই কথা বলেছো মা
রয়ে গেলো এ বেদনা,
তোমার মুখে শোনা হলো নাগো মা আর কবি।
ভাসে শুধু মা জননী তোমার মুখের ছবি। ঐ


আর কোনোদিন আসবে নাকো আবার তুমি ফিরে,
রাখবে নাকো আদর সোহাগ ভালোবাসায় ঘিরে।
মন মানে না তবু কভু,
আসতে যদি ফিরে তবু,
অনুভবে আঁকি শুধু তোমার প্রতিচ্ছবি।
ভাসে শুধু মা জননী তোমার মুখের ছবি। ঐ