মাগো তোমায় ডাকি
মোঃ ইব্রাহিম হোসেন (রাজশাহী)
(৫০০ কবির ৫০০ কবিতা- যৌথ কাব্য গ্রন্থ)


খুব মনে আজ পড়ছে মাগো
শুধুই তোমার কথা,
তোমার মত পাই না আদর
এই মনে তাই ব্যথা!
বলবো কাকে দুখের ভাষা
দুঃখ নিয়েই থাকি।


ওই আকাশে চন্দ্র মামা
যখন আলো ছড়ায়,
স্বপ্নে দেখি স্বপ্নলোকে
তোমার আঁচল জড়াই।
পাই না মাগো তোমার দেখা
ডুকরে কেঁদে ডাকি।


তোমায় ছাড়া অশ্রুজলে
সারাক্ষণই ভাসি,
কপালে মোর দাও চুম এঁকে
আমার কাছে আসি।
এত ডাকি আসো না মা
ক্যান বা দিলে ফাঁকি?