মাগো তুমি দাওনা দেখা
মোঃ ইব্রাহিম হোসেন

সর্বসেরা মা ভুবনে মায়ের আঁচল তলে,
ধন্য জীবন মা বিনে আজ ভাসি নয়ন জলে।
মায়ের স্নেহ পাই নাকো আর কারো কাছেই আমি,
মাকে রেখো জান্নাতে মোর ওগো জগৎ স্বামী!

মা- হারা যে সেই তো বুঝে মায়ের ব্যথা কেমন ?
নাভিশ্বাসের যন্ত্রণাতে ছটফট করে যেমন।
মা মা বলে চিৎকারেতে অশ্রুতে হয় সাগর,
অবহেলার পাত্র সে হয় পায় না কারো আদর।

মাগো তোমায় মনে পড়ে মন কাঁদে যে ব্যথায়,
কোথায় আছো যাও নিয়ে মা তোমার কাছে সেথায়।
পথে পথে কেঁদে ঘুরি সদাই মায়ের খোঁজে,
পৃথিবীতে কে'বা আছে দুঃখ আমার বোঝে?

তোমার খোকা কাঁদছে মাগো শোনো না কেন্ কানে?
ঝর্ণা বয়ে নদী যে হয় দুই চোখেরই বানে।
আদর করে ডাকো না মা একবার তুমি খোকা,
দুষ্টুমিতে দু'কান মলে বলো আমায় বোকা।

আজকে আছে সবই আমার নাই শুধু মা ঘরে,
বুকের পাঁজর ভেঙে হয় চুর মন বেদনার ঝড়ে।
মা ছাড়া যে শূন্য ভুবন নিস্তব্ধতায় একা,
মাগো তুমি ওপার থেকে দাওনা আমায় দেখা।