মাকাল ফল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৯-২২, ১২ঃ১৭ এ এম।


উপর ভালো ভেতর কালো
মাকাল ফলের ন্যায়,
লক্ষ টাকায় ঘুরছে ঢাকায়
অসৎ পথে ব্যয়।


কী চমৎকার গায় অলংকার
ভদ্রবেশের সাজ !
অন্তরে বিষ গোপনে রিষ
নোংরামি তার কাজ।


স্বার্থলোভী একটু যদি
সুযোগ খুঁজে পায়,
মিথ্যা আশে সর্বনাশে
গ্রাস করে সব খায়।


জমিদারি মুখোশধারী
শয়তানেরই ভাই,
মুখে হাসি নিঠুর বাঁশি
বীণাতে পায় ঠাঁই।


খাচ্ছে লুটে যাচ্ছে টুটে
দেশের রত্ন ধন,
বুদ্ধিমতী চালাক অতি
ধ্বংস করে তন।


সমাজ মাঝে সকাল সাঁঝে
এরাই মাকাল ফল,
তাদের ফাঁদে গরিব কাঁদে
ঝরায় চোখের জল।