মালিক প্রভু তুমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০৩-২০২৪ ইং


সকল আশা পূরণ করার মালিক প্রভু তুমি,
শুকরিয়াতে হে রব তোমার চরণধুলি চুমি।
তুমি খালিক তুমি রহিম তুমি দয়াল দাতা,
একক তুমি অদ্বিতীয় নাই বাবা বোন ভ্রাতা।


আমরা তোমার তৈরি গোলাম শির করি তাই নতি,
তুমি বিনা নাই কোনো পথ নাইকো চলার গতি।
মানবজাতি লাজুক অতি কাদা মাটির তৈরি,
তার মাঝে কেউ শাহানশাহ আর কেউ কভু হয় বৈরী।


ডিমের ভেতর কুসুম যেমন ভুবন তলে পানি,
আকাশচুম্বী মান-মর্যাদা ধূলিসাৎ হয় জানি।
কুন ইয়াকুনে সংঘটিত তোমার মুখের বুলি,
বোমা-বারুদ বিস্ফোরণে বিনাশকারী গুলি।


দিনকে করো রাত্রি তুমি রাতকে দিনে গড়ো,
মরণ দিয়ে আবার তাকে ফের জীবিত করো।
ইচ্ছা করো যাকে তুমি সম্মানে দাও ভরে,
কুদরতে দাও বেহিসাবি হালার রুজি ঘরে।


নয় গুণীজন সাধুর বচন আল কোরআনের বাণী,
হে রব তোমার দ্বারে তুলি রিক্ত দো-ভুজ খানি!
অসহায় এক বান্দা আমি খুব যে পেরেশানি,
মাওলা তোমার করুণাতে করো মেহেরবানি।