মা-বাবার যতন
ইব্রাহিম হোসেন


সবার উপর মা বাবা তার ওপরে বিধি,
মা বাবার সেবা করে জীবনটা তোর দিবি।


মা-বাবা নারাজ হলে সন্তানেরই প্রতি,
নাইরে পরকালে বাঁচার নাইরে কোন গতি।


মা বাবা থাকলে খুশি আল্লাহ রাসুল খুশি,
নইলে জীবনে হবে তোর নষ্ট ভুসি ভুসি।


দিন থাকিতে করো তুমি মা বাবার সেবা,
মা বাবা ছাড়া আপন ভবে আছে কেবা ?


কষ্ট করে লালন পালন করল তোমায় যত,
সেই মায়েরি পদতলে সুখ যে অবিরত।


মায়ের পদতলে আছে স্বর্গ সুখের বাস,
তুষ্টি যদি না হয় মা হবে সর্বনাশ ।


মায়ের কারণেই তুমি জন্ম নিলে ভবে,
বাবার পরিশ্রমের ফলে বড় হলে তবে।


বাবা-মায়ের ঝরে যদি দুই চোখেরি পানি,
তোমার কারণেই হবে জাহান্নামী তুমি।


সেবা করো বাবা-মায়ের করো তাদের সম্মান,
সম্মানিত হবে তুমি ধরণীর পাবে মান।


মা-বাবা দোয়ায় হবে স্বর্গ সুখের জীবন,
সুখী হবে দুই জীবনে পাবে রঙিন ভুবন।


করো করো এই ভুবনে মা-বাবার যতন,
তাঁরাই জীবনে তোমার হীরা পান্না রতন।