মানলো না বশ
মোঃ ইব্রাহিম হোসেন


সারাজীবন মাটির খাঁচায়
দেহ মনের সন্ধি,
হয় না রে সেই আত্মা কভু
হয় না খাঁচায় বন্দি।


ভরণপোষণ সবই দিলাম
দিলাম মনের খোরাক,
তবু সে চায় উড়াল দিতে
দ্রুতগামী বোরাক।


এত আদর যত্নে যারে
চিন্তামুক্ত রাখি,
সেই তো এখন যায়রে চলে
আমায় দিয়ে ফাঁকি।


মানলো না হায় বশ এ দেহের
মানলো না হায় মানা!
শূন্য করে খাঁচা ভেঙে
মেললো দুটি ডানা৷


অবশ হয়ে রইলো পড়ে
মাটির দেহ'খানি,
স্বজন, বন্ধু, প্রিয়তমা
ঝরায় চোখের পানি।