মানবতার খোঁজ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৯-২০২৩ শনিবার।


বিশ্বভরা মানুষ আছে
মানবতা কই?
অত্যাচার ও নিপীড়নে
বন্ধ চোখে রই।


জোরের লাঠি শিরের 'পরে
নিত্যদিন হয় খুন!
কই পাবো আর মানবতা
কই পাবো তার গুণ?


দেখবো কত যুদ্ধ শোষণ
রক্ত ক্ষরণ হায়!
আমেরিকা করছে শাসন
জবরদখল তায়।


স্বার্থে সবাই বিভোর আজি
মিথ্যাবাদীর জয়,
সত্যবাদী সৎ সাহসী
বদ্ধ ঘরে রয়।


কষ্ট জ্বালা বুকের দহন
যেথায় গিয়ে পাই,
না করে ভোজ রোজ করি খোঁজ
মানবতা নাই।