মানবতা নিখোঁজ
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১১-০৩-২০২৩, শনিবার


যাহাদের তরে দিন রাত খাটি
তাহারা-ই পাশে নাই,
এই পৃথিবীর মানবতা কই
কোনখানে গেলে পাই?


বিবেকের দিক নাই কোনো ঠিক
শত্রুতাতেই ধায়,
শ্রম যায় বৃথা দেয় শুধু ব্যথা
যত দেই তত চায়।


লোভাতুর মন যখন তখন
বিষের ছোবল মারে,
সুযোগ পেলেই পাখনা মেলেই
টপকেই ওঠে ঘাড়ে।


মচকিয়ে ঘাড় এধার-ওধার
স্বার্থ হাসিল করে,
বিবেকের ত্যাগি করে যায় দাগি
সারাটা জীবন ভরে।


চেনা খুব দায় কতটা পাষাণ
মিষ্টি মধুর বাণী!
সুই হয়ে ঢুকে ফাল হয়ে ফুঁকে
চাপায় দুখের ঘানি।