মানবতার মূল্য
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৭-০৩-২০২৩ ইং


থাকিতে ক্ষণ বুঝলে নাকো
মানবতার দাম,
লোভের মোহে ঝরাও কত
অবয়বের ঘাম!


রাতকে বলো দিনের বেলা
থমকে দাঁড়া তুই,
এই আঁধারে রত্ন লুফে
গোপন তাহা থুই।


নামাজ নাহি নাইকো রোজা
নাই বা দ্বীনে কাজ,
দমের গাড়ি থামলে পরে
পড়বে শিরে বাজ।


যাচ্ছে দ্বারে নিঃস্ব যারা
তোমার কাছে ভাই,
হয় না কভু তাদের তরে
একটু পাশে ঠাঁই !


শক্তি আছে অপকর্মে
মত্ত থাকো তাই,
ভেবেই দেখো এই ভুবনে
কিছুই তব নাই।


বুঝে না হায় যেজন কভু
দুঃখে ভরা মন!
সেই অভাগা মনকে জাগা
মানবতাই ধন।