মাটির দেহ মাটি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৬-২০২৩, শুক্রবার।


কত সুন্দর এই প্রকৃতি
কত সুন্দর ধরা!
সোনার দেহের সোনার অঙ্গ
মাটির দ্বারা গড়া।


তার ভেতরে প্রাণটা দিলেন
সৃষ্টিকারী প্রভু,
নয় চিরদিন হবে বিলীন
মিথ্যা তা নয় কভু।


আজ আছে তা কাল রবে না
করবে ধাওয়া যমে,
নির্ধারিত আয়ুর শেষে
থাকবে না প্রাণ দমে।


মাটির দেহ মাটি হবে
মাটিই বসত-ভিটা,
নরক থেকে পরিত্রাণে
দ্বীনেরই বীজ ছিটা।