মাটির প্রদীপ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৯-২২, শুক্রবার


ভুবন মাঝে ক্ষুদ্র যারা
তেঁতুল পাতায় ঠাঁই,
চোখের কুটা শত্রু ভবে  
পর ভাবে সব তাই।


খুব অসহায় অর্থ তো নাই
ছিঁড়া পোশাক ছি,
দুর্গন্ধময় সুঘ্রাণে নয়
ঝিয়ের চেয়েও ঝি!


মাটির শিখা অন্ধকারে
অন্যকে দেয় নূর,
কেরোসিনের প্রদীপ খানি
ধিক্কারে কয় ধুর।


মধ্যখানে বাস যে তাদের
ঘাঁটি গেঁড়ে রয়,
পূর্ণিমারই চাঁদকে দেখে
আয় মামা তুই কয়।


অবনী 'পর  মাটির প্রদীপ
আপন কেহ নাই,
ওই কেরোসিন শিখার জ্বালায়
অঙ্গ পুড়ে ছাই!


কেরোসিনের প্রদীপ শিখা
চাতক পাখির ন্যায়,
কাছের মানুষ দূর করে সে
আকাশ পানে চায়।


ভাবনা তো নাই মৃত্তিকাতেই
জন্ম লগন তার,
অহংকারী দাপট দেখায়
বন্ধ করে দ্বার।


মাটির প্রদীপ মাটিতে রয়
মাটিতে তার বাস,
এমনি করেই দহন সহে
কাটায় বারো মাস।


(মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী)