মাটির তলে ঘর
মোঃ ইব্রাহিম হোসেন

রঙ্গ লীলার এই পৃথিবী
চিরদিনের নয়,
আজকে না হয় কালকে হবে
হবে সবই ক্ষয়।

আমার আমার করো সবাই
আমার কেহ নাই,
কেউ রবে না সঙ্গী তোমার
দমটা গেলে ভাই।

দমের গাড়ি হোঁচট খেলে
আসবে জানি যম,
সাধের দেহ নিথর হবে
থাকবে না আর দম।

মুসলিম হলে মরণ পরে
কবর হবে ঠাঁই,
হিন্দু, বৌদ্ধ গঙ্গা ধারে
চিতায় পুড়ে ছাই।

খৃস্টান হলে কফিন বক্সে
মাটির তলে ঘর,
মরার পরে নয় কেউ আপন
সবাই হবে পর।
=========


(বিশেষ দ্রষ্টব্যঃ কবি সাহিত্যক ডাঃ কৌশিক ঘোষ কে উৎসর্গকৃত কবিতা।)

আমাদের শ্রদ্ধেয় ভারতীয় কবি সাহিত্যক ডাঃ কৌশিক ঘোষ এই সুন্দর পৃথিবীতে আর নেই। তিনি পৃথিবীর সকল মায়া মমতা ত্যাগ করে আমাদের ছেড়ে চিরতরে পরপারে চলে গেছেন। আমরা একই সঙ্গে কত কবিতা লিখেছি, কত কমেন্ট করেছি সাহিত্য জগতে। তিনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করি।