মাত্রাবিহীন কবিতা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-১১-২০২৩ ইং


কিসের ছন্দ কিসের মাত্রা ?
লেখনী হোক জীবন যাত্রা
হোক সমাজের কাহিনি,
বাস্তবে বা কল্পনাতে
রুদ্ধ শ্বাসের জল্পনাতে
সৎ সেনাদের বাহিনী।


মাত্রা দিয়েই হয় কবিতা
কে বলেছে এই সবই তা?
এছাড়াও হয় রচনা,
যা জানো তা লিখো খাতায়
ভরবে তোমার পাতায় পাতায়
ক্ষুদ্র দিয়েই সূচনা।


ধীরে ধীরে কলম ধরে
বিন্দু থেকে সিন্ধু গড়ে
মন খারাপে থেকো না,
হয়নি যদি কেউ বলে সে
নয় কখনো ব্যর্থতা এ
নার্ভাসে মন ভেবো না।


তোমার লেখা তোমার সেরা
বুদ্ধি বিবেক দিয়ে ঘেরা
হয় যদি তা সত্যতায়,
যেমন খুশি তেমন লিখো
উদঘাটনে সত্য শিখো
জীবন গড়ো সভ্যতায়।


একটু তবে জেনেই রেখো
দু'চোখ ভরে বইকে দেখো
ছন্দ মাত্রায় মাধুর্য,
হয় যদি তা অন্ত্যমিলে
প্রশান্তি পায় নিত্য দিলে
অনন্তকাল বৈদূর্য।