মাতৃবিয়োগ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৪-০১-২০২৪ ইং


ছোট্ট বেলায় বাবা হারায়
মা-ও গেলেন চলে,
অন্তর্যামী! এতিম আমি
ভাসি চোখের জলে।


বাবা বিনে মা'র আদরে
দুঃখ ছিলাম ভুলে,
নাই বাবা মোর মা প্রিয়জন
জীবন নদীর কূলে।


পিতা মাতা বোন ও ভ্রাতা
নাই দরদি কেহ,
চিত্ত বাগে বিষাদ লাগে
মোন বাগিচার দেহ।


না আছে কেউ কষ্টেরই ঢেউ
বুকের মাঝে বহে,
মা ও বাবার বিয়োগ ব্যথা
কেমনে মন সহে?


আজব জাহান অন্তর পাষাণ
পরালো হায় কাফন,
নিজের কাঁধেই বহন করে
করলাম আমি দাফন!


মা জননী প্রাণ ধমনী
কেমন বিধির লিখন ?
স্বর্গ রতন প্রাণের বাঁধন
না যায় সহন এখন।


শূন্য নীড়ে করুণ সুরে
মাওলা তোমার দ্বারে,
ঝরছে আঁখি দু'হাত পাতি
জান্নাতে দাও মা'রে।