মায়ের মধুর ডাক
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৭/০৭/২০২২"


নিদ্রা নিঝুম মার ডাকে ঘুম
ভাঙ্গে সকাল হয়,
আযানের সুর শয়তানে দূর
বিহঙ্গে রব কয়।


উঠো সোনা আর ঘুমে না
মুয়াজ্জিন দেয় ডাক,
পড়লে নামাজ হয় না নারাজ
মহান আল্লাহ্ পাক।


ফুটছে কলি গাইছে অলি
কোকিল মধুর সুর,
জাগছে বাগে সবার আগে
জান্নাতি ওই হুর।


করবে অজু দাঁড়ায় ঋজু
জায়নামাজে ঠাঁই,
সিজদায় দিলে শান্তি মিলে
এ সুখ কোথাও নাই।


মায়ের ডাকে হৃদয় বাঁকে
স্বর্গেরই সুখ পাই,
এমনি করে তাঁর আদরে
নামাজে রোজ যাই।