মায়ের উপদেশ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০৪-২০২৫ ইং
কোথায় তুমি যাচ্ছো খোকা আমায় বলে যাও?
রাক্ষুসে দেশ সঙ্গে কিছু মোর উপদেশ নাও।
যাচ্ছি গো মা কলেজ পানে আহরণে জ্ঞান,
সব উপদেশ শিরোধার্য করবো তোমার ধ্যান।
গুরুজনে ভক্তি করে ধরবে তাদের দান,
শ্রেষ্ঠ হবে জগৎ মাঝে বাড়বে তবে মান।
কুমারিদের সঙ্গে তোমার মিশতে বারণ এই,
সত্য কথা বলবে সদা সত্যতে ভয় নেই।
শালা বলে কেউ দিলে গাল বলবে দুলা'ভাই,
আসতে বিপদ না হয় দেরি জগৎ ঘুরে পাই।
তড়িৎ করে আসলে কাছে এই ভুবনে কেউ,
বুঝবে আছে ছলচাতুরী দুঃখ নদীর ঢেউ।
মেয়ে দেখলে করবে নিচু তোমার উচ্চ শির,
বললে ভীতু বলুক তারা তুমিই আসল বীর।
হাসতে বারণ যথাতথা মুখের জবান কম,
হাসির মাঝেও মরণ থাকে হঠাৎ আসে যম।
গড়তে জীবন ধরবে কলম পড়বে বইয়ের পাত,
দেখবে তখন আঁধার ঘরেও আলোকিত রাত।
বললো খোকা মাগো তুমি আর করো না ভয়,
তোমার আশীষ শিরের 'পরে দেখবে হবে জয়।