"" মায়ের ভালবাসা ""
  ( ইব্রাহিম হোসেন )
===============


মাগো বলি !  তোমার কথা
পড়ে অনেক মনে,
সারা বেলা রাখতে আমায়
তোমার চোখের কোণে ।


সকাল বেলায় ভাঙতো যখন
তোমার ডাকে ঘু'ম ,
গালে আমার এঁকে দিতে
স্নেহে ভরা  চু'ম।


নিজের হাতে দাঁত মেজে
ধুইয়ে  দিতে মু'খ ,
আঁচল দিয়ে মুছিয়ে দিতে
পিস্টি ভরা চো'খ ।


ইস্কুল সাজে সাজায় দিতে
দিতে কাজল চোখে,
চুমু খেয়ে নিতে আমায়
টেনে তোমার বুকে ।


কপাল ভরে এঁকে দিতে
বড়ো কালো টোপে,
দিতে যেনো নাহি পারে
বদের-নজর লোকে ।


আরো কতো আদর দিতে
দিতে কতো সো'হাগ !
বলতে মোরে তোকে ছাড়া
জ্বলবে না যে চে'রাগ।


তুই যে আমার সোনার খনি
সাত রাজার'ই ধ'ন ,
সোনা-দানা, মনি-মুক্তা
হীরা, পান্না, র'তন ।