মায়ের স্নেহ
মোঃ ইব্রাহিম হোসেন


মা'র সাথে খুব ছোট নাবালক শিশু,
করে এক শো-রুমেতে মল ত্যাগ হিসু।
ছড়িয়ে যায় গন্ধটা চারিদিকে ভাই,
আশেপাশে যারা ছিলো কেউ দেখি নাই।


দৌড় দিয়ে কেহ কেহ দ্রুত হয় বের,
নাক ধরে মুখে টিস্যু দেয় কেহ ফের।
মা জননী দেখি তার তড়িঘড়ি করে,
কাগজের টিস্যু নেয় মুছিবার তরে।


কাগজের এক ব্যাগ বাম হাতে নিয়ে,
সেই মল মুছে তার ডান হাত দিয়ে।
নাই কোনো অবহেলা নাই কোনো রোষ,
হাসিমুখে দেখা যায় মনে তার খোশ।


মুছে দিলো ধুয়ে দিলো শো-রুমের ফ্লোর,
আদরে আদরে নিলো শিশু বাহুডোর।
দু-হাতে জড়ায় ধরে দিলো গালে চুম,
শিশুটাকে সাথে নিয়ে ছাড়িলো শো-রুম।


নহে কষ্ট নহে রুষ্ট জননীর মন,
এভাবে পালন করে মায়ে সারাক্ষণ।
না আছে মা যার ঘরে আঁধার ভুবন,
নয়নের জলে ভেসে সাগরে ডুবন।