মেঘ বৃষ্টি মেঘ
ইব্রাহিম হোসেন


মেঘের ডাকে বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
মন ভেসে যায়,যায় না বোঝা
হয় যে কখন সকাল দুপুর ?


মেঘে মেঘে আকাশ ঢাকা
মেঘ যে ডাকে গুড়ুম গুড়ুম,
বিজলী যখন চমকে উঠে
চমকে উঠে হৃদয় ও মন ।


মাঠে ঘাটে গরু ছাগল
হাম্বা,হাম্বা, ভ্যা,ভ্যা করে,
রাখাল মুনিব যায় ছুটে যায়
তাদের ঘরে নেবার তরে।


কৃষক,কৃষাণ চলে ছুটে
মাথায় মাথল কোদাল হেতে,
পানি যেনো গড়িয়ে না যায়
আইল বাঁধা জমির ক্ষেতে ।


ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে
উপছে পড়ে কতো ভীড়ে,
বৃষ্টিতে তাই ভিজতে যে যায়
মন আনন্দে নদীর তীরে।


বৃষ্টি ভেজা অঙ্গ নিয়ে
ঘোমটা দিয়ে যাচ্ছে যে বউ,
দেবর,ননদ সাথে নিয়ে
তোলে তারা নদীর সে ঢেউ।


একনাগাড়ে হপ্তা ধরে
বৃষ্টি বাদল যখনই হয়,
দুখের কোনো শেষ থাকে না
হয় রে তখন জীবনটা ক্ষয় ।


গরিব-দুঃখী অশ্রু নিয়ে  
কেঁদে কেঁদে মরে ঘরে,
কাজ না থাকায় খাবার যে নাই
কিছু পেটে দেবার তরে।


ক্ষেতের ফসল নষ্ট করে
মেঘ ও বৃষ্টি ঘূর্ণিঝড়ে,
ঘর ও বাড়ি ক্ষেতের জমি
ডুবে বন্যা ধারার তরে।


অনেক বেশি মেঘ ও বৃষ্টি
অনেক ক্ষতি সাধন করে,
অল্প অল্প হয় যে যখন
মন খুশিতে উঠে ভরে।


মন হরষে ভালো লাগে
ঝর্ণা মেঘের বৃষ্টি মেঘে,
বিজলী যখন চমকে ছুটে
দেখায় আরও গতি বেগে ।