মেহেদী রাঙা হাত
মোঃ ইব্রাহিম হোসেন


শোনো ওগো প্রিয়তমা শোনা বলি আজ,
কাছে এসো ভালেবাসো ফেলে যত কাজ।
পরী নয় তুমি পরী ফোটা এক ফুল,
যত দেখি দু'নয়নে করি শুধু ভুল।


মেহেদির রঙে রাঙা ওই দু'টি হাত,
এই দিকে বাড়ো প্রিয়া দেখি সারা রাত।
মজিলো আমার মন জুড়ালো নয়ন,
হৃদয়ের মণিকোঠে তুমি তো অয়ন।


কর দ্বয়ে ছোঁয়া দাও বসো ঘেঁষে পাশ,
কোমল হাতের স্পর্শ পেতে বড় আশ।
এই মন উচাটন করে সারাক্ষণ,
পৃথিবীতে সেরা রমা তুমি প্রিয় জন।


কোথায় জনম বলো ধন্য সেই মাটি,
সোনা নয় সোনা তুমি সবচেয়ে খাঁটি।
হৃদয়ের এ মন্দিরে গড়েছি যে ঘাঁটি,
সাজিয়ে রাখিবো ওগো রূপে পরিপাটি।


আকাশের ওই চাঁদ হার মেনে যায়,
রূপের ঝলকে আলো আঁধারে হারায়।
সৃজিলেন বিধাতা যে নিজ হাতে তাই,
তোমা তুল্য ধরণীর বুকে কেহ নাই।


অপরূপ রূপে সাজা বিধাতার দান,
সব কিছু ক্ষয়ে যাবে তুমি তো অম্লান।
যত দেখি এই চোখে লেগে যায় তাক,
কাছে পেতে তোমাকেই দেয় মন ডাক।