মনে পড়ে যায়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-১২-২০২৩ ইং


ভালোবাসা পাপ নয় মনে পড়ে যায়,
কখনো হাসায় ফের কখনো কাঁদায়।
নিষ্ঠুর নিয়তির প্রেম এ কী দান !
মন পুড়ে ভস্মতে হয় খানখান। 


কত কথা রয়ে যায় সবার অগোচরে,
স্মৃতিগুলো দোলা দেয় মন পিঞ্জরে।
হোক না সে বাবা ও মা প্রিয়তমা কেউ,
অথবা বন্ধু সাথী প্রতিবেশী এও ।


ভালোবাসা যায় নাকো কখনও ভোলা,
স্মৃতির আড়ালে থেকে দেয় সে দোলা।
ছোটবেলা খেলাধুলা গঙ্গার তীরে,
এই মন যেতে চায় সেকালেতে ফিরে।


হবে না হবে না আর কখনো তা জানি,
অতীতের স্মৃতি দেয় তবু হাতছানি।
এভাবেই কাটে হায় দিন ক্ষণ বেলা !
ভেবে মন জ্বলে তন পেয়েছি যে হেলা।


ভাবি তাই নিরালায় ভাগ্য এমন,
যেথা যাই জল নাই সাগর কেমন?
সাগরের মোহনায় পাখির কূজন,
হতে নাহি পারলাম কারোর সুজন।


বিধাতার এই খেল জোটে না সবার,
যদিও তা সাধ জাগে স্বজন হবার।
ক'জনার ললাটে বা থাকে লেখা সুখ?
এ ভেবেই সদা ক্ষণ হাসিমাখা মুখ।